জসীম উদ্দিন ,ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ২০১১ ব্যাচ শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
১০ (এপ্রিল) ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ২০১১ সালের পরীক্ষার্থী মোহাম্মদ সোহেল, সনেট দাশ, কায়েশ উদ্দিন, সাখাওয়াত হোছাইন সাগর, মোহাম্মদ নাছির উদ্দিন, রিফাত মাহমুদ, ফয়সাল আহমেদ ইভেন ও সাংবাদিক জসীম প্রমুখ।
এ সময় মোহাম্মদ সোহেল বলেন, আজ আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধু মহল একত্রিত হয়েছি। পবিত্র মাহে রমজানের বরকতে আমাদের আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতি বছর এই ইফতারের আয়োজন করে থাকি।
ইফতার আয়োজন বিষয়ে সনেট দাশ বলেন, পবিত্র মাহে রমজানের মাস মুসলিম ধর্মাবলম্বীদের একটি বরকতময় পবিত্র মাস। এ মাসে প্রতি বছর আমরা ইফতারের আয়োজন করি এবং বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ২০১১ সালের পরীক্ষার্থী সকল বন্ধুদের কাছে পেয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করি।
এর আগেও প্রতিবছর এই ইফতারের আয়োজন করে থাকেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ২০১১ সালের পরীক্ষার্থী সকল বন্ধুরা।
Leave a Reply