নোয়াখালী কোম্পানিগন্জ উপজেলার, গোলাম মাওলানার ছেলে আমির হোসেন হৃদয়্
গত ১৯ ফেব্রুয়ারীতে বিকাল ৩ ঘটিকায় বাইক এক্সিডেন্ট করে মারাত্বক আহত হন, ফলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।
রিপোর্ট খারাপ আসায় এবং আর্থিক না থাকায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতাল ইউনিট ২ তে ভর্তি করানো হয় । এতে ডান পায়ের মাংস ও রগ ছিড়ে যায় যদিও পা রাখা সম্ভবনা, তবুও ডাক্তারগণ কয়েকবার অপারেশন করার ফলে পা রাখা যাবে বলে আশ্বাস দেন আমির হোসেন ও তার পরিবারকে, এতে ৪ থেকে ৬ মাস ধৈর্য ধারণ করতে বলেন ডাক্তার গণ।
বর্তমান ৩ লক্ষ টাকার অধিক খরচ হয়েছে জানান আমির হোসেনের পিতা গোলাম মাওলা। প্রতিদিনের ঔষধ ও রক্ত জোগাড় করতে পারছেন না গোলাম মাওলা, তার একমাত্র ছেলে আমির হোসেন কে বাঁচাতে তিনি এবং তার পরিবার আকুল আবেদন জানান দেশ বাসির কাছে, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিকাশঃ 01888204088
Leave a Reply