চট্টগ্রাম। #বহদ্দারহাট পুলিশ বক্মে সামনে প্রতিনিয়ত অবৈধ টুকটুকি নামীয় গাড়ী অনুমোদনবিহীন সড়কে এলোপাতাড়ি দাঁড়িয়ে যানজট সৃষ্টি চান্দগাঁও থানার পুলিশ প্রশাসনের নাকের ডকায় ভূয়া নাম্বার প্লেট লাগিয়ে দেশী তৈরী টুকটুকি বীরপদে চট্টগ্রাম শহরে চলে। ভূয়া গাড়ী গুলো রোডে কিভাবে চলে। ডকুমেন্টধারী গাড়ীকে চেকপোষ্ট বসাই চেক করতে দেখা যায় কালুরঘাট পশ্চিম পাড়ে খেজুরতলা এলাকায়। তাহলে আমতল,আনন্দকিল্লা,চকবাজার,বহদ্দার হাট,কাপ্তাই রাস্তার মাথায়, কানুনগোড়া রোডে কিসের জোরে চলে। চালকের ড্রাইভিং লাইন্সেনও নেই। অবৈধগাড়ী ও টোকেন বাজিন্য বন্ধের ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। ০৬.০৬.২০২১ইং #ছবির ক্যাপশনঃ বহদ্দারহাট পুলিশ বক্মে সামনে হতে ছবি তোলা।
Leave a Reply