সন্দ্বীপের গাছুয়ায় ৪নং ওয়ার্ড বেড়ির পাড়ে জনৈক হোসেনের বসতঘরে আগুন লেগে আনুমানিক ৫লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যাওয়া ও ২জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।ক্ষতিগ্রস্ত হোসেনের বরাতে জানা যায়,রাত আনুমানিক ২ঘটিকায় মাটির চুলা থেকে আগুনের এই সূত্রপাত হয়।আহতদের মধ্যে হোসেন নিজে এবং তার বোন পারুল বলে জানায়।
Leave a Reply