মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

বর্ণ রাজুর ইচ্ছে ও স্বপ্ন অভিনয়কে ঘিরেঃ

দৈনিক মাতৃজগত স্টাফ রিপোর্টার মোঃ লিটন হোসেনঃ
  • আপডেট টাইম সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বর্ণ রাজুর স্বপ্ন একজন ভালো অভিনেতা হওয়ার। ইতি মধ্যে বর্ণ রাজু সরকারি ও বেসরকারি বিভিন্ন টেলিভিশনে ধারাবাহিক ও একক নাটক সহ কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছেন। ছোট বেলা থেকেই তার স্বপ্ন শুধু অভিনয় কে ঘিরে। বর্ণ রাজু অভিনয়ের পাশাপাশি পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। উল্লেখ যোগ্য নাটক সমূহঃ লুল,ঝগড়া বিবাদ,গল্প হলেও সত্যি, বেবি মিসিং,কম্প্রোমাইজ,উপলব্ধি, মহামারী, তুলসি, ভুয়া ডাক্তার,অপকামিং মেম্বার, মানচিত্র সহ আরো নাটকে ছোট বড় চরিত্রে অভিনয় করেছেন তিনি।ইতি মধ্যে ভালো সাড়া পেয়েছেন তিনি এবং এমন ভাবেই ভালো সব গল্পে অভিনয় করতে চান বলে আমাদের দৈনিক মাতৃজগত প্রএিকা কে জানান এছাড়াও বর্ণ রাজু একটি এমপ্যাথিক চলচ্চিত্রে, অভিনয় করেছেন সিনেমাটি মুক্তি পাবে অন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী কেন্দ্রে। এছাড়াও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ধারাবাহিক নাটকঃ সুয়োরানী ও দুয়োরাণী, লুল,মানচিত্র, আপকামিং মেম্বার, ভুয়া ডাক্তার, কম্প্রোমাইজ,উপলব্ধি, সহ বিভিন্ন নাটকে। বর্ণ রাজু ঝিনাইদহ জেলার, শৈলকূপা উপজেলা, ফুলহরি ১৫নং ইউনিয়নের সন্তান, বর্তমানে নাটকের বিভিন্ন শুটিং এ ব্যস্ত থাকলেও সময় পেলেই ছুটে আসে তার নিজ গ্রামে। এবং পাশাপাশি পড়াশোনা করছেন ঢাকার একটি সরকারি কলেজে অনার্স ৩য় বর্ষে ছাএ তিনি পড়াশোনা শেষ করে অভিনয় ও পরিচালনা নিয়ে ব্যস্ত থাকতে চান বলে জানান আমাদের দৈনিক মাতৃজগত কে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581