বরিশালের বাবুগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের জন্য বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু’র ওয়ার্ড পর্যায়ে বরাদ্ধকৃত ত্রান স্থানীয় মাদক সেবীরা জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় একজন সংবাদকর্মীকে লাঞ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের (লাকুটিয়া) বকশিরচর এলাকায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় দু’জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সংবাদকর্মী। লাঞ্চিত সংবাদকর্মী রাকিবুল হাসান বরিশাল থেকে প্রকাশিত “দৈনিক বরিশালের কন্ঠ” পত্রিকায় বাবুগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে এবং দক্ষিণবাংলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “সাজাগ” এর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছে। সূত্রে জানাযায়, জাতীয় পার্টির বাবুগঞ্জ উপজেলার যুগ্ম সম্পাদক সেলিম হোসেন স্বপন এমপি’র বরাদ্ধকৃত ত্রান তালিকা অনুযায়ী বিতরণ কালে বকশিরচর এলাকার বাদশা মোল্লার ছেলে, মাদক সেবী হিসাবে পরিচিত ইমরান মোল্লা ও মুজাহার হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার অনৈতিক ভাবে ওই ত্রানের প্যাকেট দাবি করে ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় সংবাদকর্মী রাকিব বাধা প্রদান করলে তার উপর চড়াও হয়ে চড় থাপ্পড় মেরে লাঞ্চিত করে মাদক সেবী ইমরান মোল্লা(২৬) ও কামরুল হাওলাদার(২৭)। এসময় তারা সংবাদকর্মীকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। সাংবাদিক লাঞ্চিতর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বরিশালের বাবুগঞ্জে কর্মরত কলম সৈনিকরা ও সাংবাদিক সংগঠনগুলো। এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, সাংবাদিক লাঞ্চিতর ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্তরা এর আগে থানাপুলিশের হাতে গাঁজাসহ আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পায়।
Leave a Reply