নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গতকাল রাত্রি ২১.৪৫ ঘটিকায় এএসআই/মোঃ ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ। বদলগাছী চাকরাইল মোড়ে ধৃত আসামী ০১/ মোঃ মিশুক হোসেন@ মিলন(২২) কে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এই সংক্রান্তে থানায় মামলা রুজু হয়।
Leave a Reply