ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
বরিশালের হিজলায় বজ্রাপাতে ট্রলার থেকে নদীতে পড়ে ঝালকাঠির এক পেয়ারা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শামীম মল্লিক (৩৪) নামের ওই ব্যবসায়ীসহ কয়েকজন মঙ্গলবার ৪ আগস্ট ২০২০ইং সকালে ট্রলারযোগে নয়াভাঙ্গুলি নদী পাড়ি দেওয়ার প্রাক্কালে আকস্মিক শুরু হয়। এতে তিন ব্যবসায়ী অক্ষত থাকলেও একজন ছিটকে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করছে।
হিজলা পুলিশ একই ট্রলারের এক যাত্রীর বরাত দিয়ে জানায়, ঝালকাঠির ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের, কাঁচাবালিয়া গ্রামের মোঃ ইউসুফ মল্লিকের ছেলে শামীম মল্লিক পেয়ারা বিক্রির জন্য ট্রলারে করে হরিণাথপুরে যাওয়ার প্রাক্কালে নয়াভাঙ্গুলী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। ওই ট্রলারে একই এলাকার আরও তিন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ বজ্রপাতে শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বেল্লাল হোসেন জানান, নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে নদীতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নৌ-পুলিশ সদস্যরাও ট্রলারযোগে অভিযানে মেনেছে। ব্যবসায়ীকে জীবিত বা মৃত উদ্ধার না করা পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
Leave a Reply