উৎসবমূখর পরিবেশে সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম.আলাউদ্দীন প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার সকালে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিদ্যালয়ের মাঠে শুরু হয় এ অনুষ্ঠান। স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি স ম আক্তারুল আলম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক নবকুমার ঢালী, নরেশ চন্দ্র সরকার, রুহুল কুদ্দুস, বিশ্বনাথ সরকার, পূর্ণচন্দ্র সরকার, কৃষ্ণপদ সরকার, তপন রায়, সুশান্ত মন্ডল, মুকুল সরকার, উজ্জ্বল রায়, তাপস রায়, খায়রুজ্জামান প্রমুখ। দিনভর অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। আনন্দ আর উচ্ছ্বাসে শিক্ষার্থীরা মুখরিত করে রাখে স্কুল ক্যাম্পাস।
Leave a Reply