মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা;-হুইপ ইকবালুর রহিম! ? Matrijagat TV

মোঃ রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা করে।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে।ইকবালুর রহিম আজ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একযোগে লাখোকন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, সেদিন উপস্থিত জনতাকে বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। প্রায় ১৯ মিনিটের ভাষণে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। প্রকৃতপক্ষে জাতির উদ্দেশে দেয়া বঙ্গবন্ধুর ওই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।

এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।তিনি বলেন, এই ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে তুলে আনেন এক অনন্য উচ্চতায়। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।এর আগে আজ শনিবার সকাল ১০টায় ইকবালুর রহিম দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এরপর হুইপ ইকবালুর রহিম দিনাজপুর জিলা স্কুলে নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন এবং দিনাজপুর একাডেমী স্কুলে নব নির্মিত ৪ তলা ভিত্তি প্রস্তুর একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581