মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে নিয়ে ধারাভাষ্যকার কাজলের গান

স্টাফ রিপোর্টার : শাকিল খান নিরব
  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

মহান স্বাধীনতার স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে নিয়ে একটি গান গেয়েছেন ধারাভাষ্যকার ও কন্ঠশিল্পী আরিফুল ইসলাম কাজল।

 

‘শতবছর পরেও তুমি আছো বরাবর, তুমি ধন্য তুমি পূর্ণ জনম জনম ভর’ এমন কথামালায় গানটি লেখার পাশাপাশি এর সুরারোপ করেছেন জে আর জলিল। সঙ্গীতায়োজন করেছেন মিজানুর রহমান বাদশা ।

আব্দুল মালেক মুন্সির প্রযোজনায় সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মিরপুর বেনারশী পল্লী, ফরিদপুরের বিভিন্ন মনোরম লোকেশনসহ পদ্মানদীর বিভিন্ন স্থানে গানটির ভিডিও ধারণের কাজ সম্পন্ন হবে। বর্তমানে সে লক্ষ্যেই কাজ চলছে।

 

কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম কাজল বলেন, ছোট বেলা থেকেই আমি বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত। অনেকদিনের স্বপ্ন ছিল বঙ্গবন্ধুকে নিয়ে গান করার। সেই স্বপ্ন পূরণ হলো। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে গানটির প্রয়াস স্বার্থক হবে।

 

গানটি শিগগিরই দেশের একটি নামকরা মিউজিক লেবেলে প্রকাশিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581