বগুড়া জেলার শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের আফরাতগাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হান্নান খন্দকারের বাড়িতে ২৪-০৩-২০২০ইং বিকেল ০৫:০০ ঘটিকায় ভবানীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ১মোঃমিজানুর রহমান পিতাঃ বিশা দফাদার গ্রাম ঢেপুয়া ২। শ্রী শুনিল কুমার পিতাঃ মৃত সুধির চৌকিদার গ্রামঃ শোঁলাকুড়ী উভয়ের পোস্টঃ ভবানীপুর উপজেলাঃ শেরপুর জেলাঃ বগুড়া মুক্তিযোদ্ধা মৃত আবদুল হান্নানের বাড়িতে গিয়ে বলে মোছাঃ রোজিনা বেওয়া (৪০)স্বামীঃ মৃত্যু আব্দুর রাজ্জাক কে গিয়ে কোনো পরিক্ষা নিরীক্ষা ছাড়াই বলে আপনি করোনা রুগী বাড়ি থেকে বের হতে পারবেন না ও আশেপাশের বাড়ির লোকজনকে মুক্তিযোদ্ধার বাড়িতে যাইতে মানা করে লাল পতাকা গেঁড়ে দিয়ে আসে ও তাৎক্ষণিক Md Mijan নামের ফেসবুক আইডিতে লাল পতাকা গেঁড়ে দেওয়ার দৃশ্য পোস্ট দেয় যা দেখে এলাকার সাধারণ জনগণ মুক্তিযোদ্ধার বাড়িতে করোনা ভাইরাস হয়েছে বলে তাদের বাড়িতে যাওয়া আসা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে মাতৃজগত সংবাদাতা ৭ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের নিকট মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এব্যাপারে কিছুই জানেনা বলে জানান, সরজমিনে মুক্তিযোদ্ধার বাড়িতে গেলে মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাঃ মনিজা বিবি বলেন এটা আমাদের মানসম্মানের ব্যাপার হয়ে দাড়িয়েছে আমরা এর সুস্থ বিচার চাই।
এ ব্যাপারে মিজান দফাদার ও শুনিল চৌকিদার এর কাছে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করার বিষয়ে জানতে চাইলে তারা প্রশ্নের উত্তর না দিয়ে ক্যামেরার সামনে থেকে পালিয়ে চলে যায়।
Leave a Reply