বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আনাচে কানাচে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ইট ভাটা যার কারনে দিনদিন ধংশ হচ্ছে পরিবেশ ও আবাদি জমিতে পুকুর কেটে মাটি বিক্রির হিড়িক সরেজমিনে গিয়ে দেখা যায় শেরপুর উপজেলার কুটুম্বী, ভবানীপুর, বিশালপুর, গারিদহ, মির্জাপুর,শাহবন্দেগি, খানপুর, সিমাবাড়ি,সুঘাট, খামারকান্দি, ইউনিয়নে কমপক্ষে এক হাজার বিঘা ধানের জমি কেটে মাটি বিক্রি করছে ও করিতেছে যার ফলে একদিকে নষ্ট হচ্ছে কৃষি জমি অপরদিকে ধংশ হচ্ছে পরিবেশ তাই এলাকার লোকজন অভিযোগ করে বলে এভাবে যদি পতি নিয়ত পুকুর কেটে মাটি বিক্রি করে তাহলে আমাদের পাশের জমি ভেঙে পুকুরে যাবে। তাই এলাকাসি স্থানীয় ইউএনও মহোদয়ের সূ-দৃষ্টি কামনা করছে।
Leave a Reply