গত (১৩ ডিসেম্বর) রোজঃ রবিবার বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়ার নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখের সার্বিক তত্ত্বাবধানে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা , কুসুম্বী ইউনিয়নের আমন, টুনিপাড়া, গাড়ীদহ ইউনিয়নের হাকুনিয়া, শাহ বন্দেগী ইউনিয়নের ঘুটু বটতলা ,উচরং এর বিভিন্ন স্থানে ফসলি জমি রক্ষায় ও অবৈধভাবে মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুসারে পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন স্থান থেকে ৫(পাঁচটি) খননযন্ত্র জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন শেরপুর থানা পুলিশ, বগুড়া । সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা শারমিন জানান জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply