বগুড়ার শেরপুরে হামছায়াপুর দক্ষিনপাড়া এলাকা থেকে বিলকিছ (২৮) নামের এক পালস্ ক্লিনিকের নার্সের লা’শ আজ (২২ এপ্রিল) বুধবার সকাল ১১টায় উদ্ধার করেছে পু’লিশ। নিহত বিলকিছ শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর দক্ষিনপাড়া শাহজাহান আলীর স্ত্রী। এ ঘটনায় শাহজাহান আলীকে আ’টক করেছে পু’লিশ। এলাকাবাসী সুত্রে জানা যায়, বিলকিছ কাঠালতোলা এলাকার পালস ক্লিনিকে নার্সের কাজ করছিল। স্বামী স্ত্রীর মাঝে পারি’বারিক ক’লহ চলছিল। রাত্রিতে পারিবারিক ক’লহ করে ঘুমিয়ে পড়ে। ৯টায় ডিউটি ছিল কিন্তুু না আসায় সহযোগী নার্স বিপাশা সকালে সাড়ে ১০টায় তার মোবাইলে কল করলে স্বামী শাহজাহান কলটি ধরে বিলকিসকে ডাকতে থাকে। তার কোন সাড়া না পেয়ে শাহজাহান তার মাকে ডেকে আনে দেখে সে মা’রা গেছে। এ ঘটনায় শেরপুর থানায় খবর দিলে খবর পেয়ে এসআই আতিক ঘটনাস্থলে গিয়ে লা’শ উ’দ্ধার করে ম’য়না তদ’ন্তের জন্য পাঠায়।এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, শরীরে কোন আঘা’তের চিহ্ন নেই। তবে ম’য়না ত’দন্তের রি’পোর্ট আসলে জানা যাবে কিভাবে মারা গেছে। হ’ত্যা নাকি আ’ত্মহ’ত্যা অথবা স্বাভাবিক মৃ’ত্যু কিনা পরে জানা যাবে।
Leave a Reply