বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে এককেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির একটি টিম ০৬ জুলাই মঙ্গলবার বগুড়া জেলার গাবতলী থানাধীন সুখানপুকুর বন্দর সাকিনস্থ গাবতলী হইতে সোনাতলা গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক দিনার এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে এক কেজি গাঁজাসহ আসামী ১। শ্রী রনজিৎ কুমার রায় (৫৭) পিকা- মৃত ডেলুয়া মাতা- মৃত লাচিয়া সাং- সুখানপুকুর বন্দর থানা- গাবতলী জেলা- বগুড়া (বর্তমান সাং-গাজী পালশা জনৈক শ্রী কমল ফুড এর ভাড়াটিয়া) থানা ও জেলা- বগুড়া সদর, ২। শ্রী স্বপন রাজভর (৪২) পিতা- মৃত সেবুয়া রাজভর সাং- সুখানপুকুর বন্দর, থানা-গাবতলী, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Leave a Reply