বগুড়া জেলার শেরপুর উপজেলায় জনসচেতনায় লক্ষে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
৩০-০৩-২০২০ইং তারিখ রোজঃ সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জানাযায়, ধুনট মোড় এলাকায় হোটেল আখিমনি সরকারি নির্দেশ অমান্য করে হোটেল খোলা রাখায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। এছাড়াও বিশালপুর ইউনিয়নের জামাইল বাজার, দোয়ালসারা বাজার, রানীরহাট, ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার, ব্রাক বটতলা, আন্দিকুমড়া বাজার এলাকায় ১৩ জনকে বিভিন্ন আইনে ৭ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন,গণজমায়েত হওয়া যাবে না, নিরাপদ দুরত্ব বজায় রাখা, মোটর সাইকেলে দুইজনের বেশী চড়তে না দেয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply