বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে একটি ট্রাকে মাদক তোলার সময় হাতে নাতে ট্রাক ড্রাইভার ও হেলপার সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। মঙ্গলবার ২৯শে জুন সন্ধ্যায় সুখানপুকুর বন্দরে সরকারি জুট মিলের পরিত্যাক্ত গুদাম থেকে এসব মাদক আটক করা হয়। স্থানীয়রা জানান নাবিল নামের এক ব্যক্তি ভাড়া করা ট্রাক এনে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্রাকে তুলছিল। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেলে মাদক বোঝাই ট্রাক আটকে দেয়। তারা ট্রাকের ড্রাইভার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের আব্দুল নূর মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) ও ট্রাকের হেলপার একই উপজেলা চকডঙর মৃত বাবুল খাঁর ছেলে সোহেল মিয়াকে (২২) আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে ২০ কার্টন বেলজিয়াম বিয়ার, ডেনমার্কের তৈরি রয়েল ড্যাস ৬ কার্টন, দেশি মদ পিপারস ১ কার্টন ও হুইসকি ৪ কার্টন। এ বিষয়ে গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ট্রাক চালক, হেলপারসহ বেশ কিছু দেশি বিদেশি মদ আটক করা হয়েছে।
Leave a Reply