মুহাম্মদ মতিন স্টাফ রিপোর্টার:
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্ব এসআই শহিদুল ইসলাম এএসআই নুরে আলম এটিএসআই সাজ্জাদ এএসআই আহসান এটিএসআই নাসিম সংগীয় ফোর্সের সহায়তায় অদ্য ইং ১১/০৮/২০২০ তারিখ সকাল ০৯.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন পানি উন্নয়ন বোর্ডের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০( পঞ্চাশ) পিচ ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করে তদের বিরুদ্ধে মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ করে ।
গ্রেফতারকৃত আসামীরা হলো ০১। উজ্জ্বল মাহমুদ (৪০) পিতা মোঃ গোলাম রসুল বাবলু সাং মধ্য আটাপাড়া ০২। সোনা মিয়া(৩৩) পিতা মোঃসৈয়দজ্জামান ফকির সাংমাটিডালি হ্বাজিপাড়া ০৩।এনামুল হক(৩৮) পিতা মোঃ হামিদুল হক সাংজয়পুরপাড়া উত্তর পাড়া ০৪।সুমন আহম্মেদ ওরফে রাকু(৩৩) পিতা মোঃ শহিদুল ইসলাম সাং ফুলবাড়ী উত্তর পাড়া ০৫।রাব্বি (২০) পিতা মোঃ মহিদুল ইসলাম বিটু সাংবৃন্দাবন প্রফেসরপাড়া সর্ব থানা ও জেলা বগুড়া গনকে ৫০( পঞ্চাশ) পিচ্ ইয়াবাসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply