বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৫৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার ০৪ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে আদমদীঘি সান্তাহার এলাকা থেকে চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, আফসার আলী (৫০), আনন্দ (৩৬) ও মেহেদুল হাসান বাপ্পা (৩৫)। এ তিনজনই আদমদীঘি উপজেলার বাসিন্দা। তাদের হেফাজতে থাকা ৫৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। আরেক অভিযানে একই দিন সকালে সদর উপজেলা নামাজগড় ডালপট্টি এলাকা থেকে ইয়াবাসহ সাইদ ওরফে গিট্টুকে (৩০) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাইদ একই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগের অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মো. আব্দুর রাজ্জাক। ওসি বলেন গ্রেফতার চারজনই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply