বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অনার্স পড়ুয়া শিক্ষার্থী সহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার টিম। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মাহবুর রহমান (২৩) ও আব্দুল সামাদের ছেলে শরিফুল ইসলাম (২৪)। শরিফুল সরকারি আজিজুল হক কলেজে অনার্স চতুর্থ বর্ষে শিক্ষার্থী ও মাহবুর তার সহযোগী হিসেবে কাজ করতো। গত (২৮ জুন) সোমবার দিবাগত রাত ১২:৪৫ ঘটিকার সময় পুলিশ তাদের শহরের কারবালা এলাকার বগুড়া-সান্তাহার মেইন রোড থেকে গ্রেফতার করে জেলা সবাইবার ও গোয়ন্দা শাখা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়গুলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সাইবার টিমের ইনচার্জ (ইন্সপেক্টর) এমরান মাহমুদ তুহিন। জেলার সবাইবার পুলিশের টিম সূত্র জানায়, লকডাউনে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের কথা উঠলে তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বেকায়দায় ফেলতে ২০১৭ সালের অটোরিকশা বন্ধের ভিডিও ফেসবুকে প্রচার করে। শিবগঞ্জ উপজেলা ৩৭ নামের ওই ফেসবুক গ্রুপে ভিডিওটি প্রচার করে তারা ঘটনাটিকে সম সাময়িক রুপ দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি ও গ্রুপ থেকে বিভিন্ন সময় তারা মিথ্যা উস্কানিমূলক ও সরকার বিরোধী গুজব ছড়িয়ে যাচ্ছিল। এজন্য তারা ৫ টি ফেইক ফেসবুক আইডিও ৩ টি পেজ ব্যবহার করতো। নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একাজগুলো করতো।
Leave a Reply