বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) চোরাচালান বিরোধী অভিযানে ৪১টি চোরাই মোবাইল ফোনসহ চারজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার চারজনকে বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ১৬ জুন বিকেলে সদর উপজেলার রেলওয়ে হকার্স মার্কেট এলাকা থেকে চোরাই মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. মোখলেছুর রহমান ওরফে মিনার (২৯), উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন (২৮)। জাকির সদরের চকসূত্রাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। গ্রেফতার বাকি দুজন হলেন, সদরের জহুরুলপাড়া (কসাইপট্টি) এলাকার দুলাল মণ্ডলের ছেলে রায়হান মণ্ডল (২৩) ও একই এলাকার অস্থায়ী বাসিন্দা রফিকুজ্জামান (৩৫)। রফিকুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মৃত ইদ্রিস শেখের ছেলে। গ্রেফতার মোখলেছুর রহমান মিনার ও রায়হান মণ্ডলের বিরুদ্ধে বগুড়া সদর ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চারটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী এ দুজন। এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার চারজনই চোরাকারবারী। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply