করোনা সংক্রমণ ঠেকাতে বগুড়া পৌরসভা ও সদর উপজেলা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধের চেকপোস্ট বসিয়ে অভিযান করেছে পুলিশ। জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এবং (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ সহ সদর থানার ওসি সেলিম রেজার উপস্থিতিতে শহরের সাতমাথা হতে এ অভিযান শুরু হয়। অভিযানে শহরের ১২ টি মূল পয়েন্ট সাতমাথা, এসপি ব্রিজ (বউ বাজার), মাটিডালি মোড়, দত্তবাড়ী, চারমাথা, বারপুর মোড়, চেলোপাড়া শাপলা মোড়, সাবগ্রাম চৌরাস্তা, কলোনী বাজার, তিনমাথা মোড়, বনানী মোড়, ফুলতলা মোড়ে একজন করে এসআই এর নেতৃত্বে (প্রিকেট টিম) দিয়ে শহরের মূল পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে রিক্সা, অটোরিক্সা,মোটর সাইকেল ও গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে। যেসব মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া সহ অযাচিত ভাবে চলাফেরা করা মটর সাইকেল চালক ও গাড়ি চালকদের মটরযান আইনে মামলা দেওয়া হয়েছে। এছাড়াও পুরো শহর ও সদর এলাকায় ৬ টি টহল (মোবাইল) টিমের মাধ্যমে কঠোর বিধি নিষেধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এরপাশাপাশি পুলিশ ফাঁড়ি গুলোও তাদের নিয়মিত টহল ও কঠোর বিধি নিষেধের নির্দেশনা কার্যকরে নিজ নিজ এলাকাগুলোতে কাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান আমরা গতবারের লকডাউনের মতো এবারও মাঠে কাজ করছি। তবে বেশিরভাগ মানুষ নানা রকম মিথ্যা অজুহাত দিয়ে বেরিয়ে আসছেন। তারপরও আমাদের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধের নির্দেশনা কার্যকরে সব রকম পদক্ষেপ চলমান থাকবে।
Leave a Reply