বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী শেখের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন গণমাধ্যম কর্মিরা। জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলায় বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি হচ্ছে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা। একঝাঁক তরুণ, স্বচ্ছ,এবং সুশৃঙ্খল সাংবাদিকদের নিয়ে গঠিত এই উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থা। যারা কখনোই কোনো দূর্নীতি বা কোনো তদবির করেনা এমনকি এগুলোকে সমর্থন দেয়না। শুধু তাই নয় দেশ ও দশের কল্যাণে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ঠ। আর এই কারণে বিভিন্ন মাধ্যমে প্রভাবিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ এই সংগঠনের সঙ্গে তথা সাংবাদিকদের সঙ্গে সর্বদাই তুচ্ছ তাচ্ছিল্য ও পক্ষপাতিত্ব মূলক আচরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৫ মার্চ ২০২০ ইং তারিখে ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আহ্বান করে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থায় চিঠি প্রেরণ করেন।
কিন্তু এবিষয়ে মিশ্র ক্ষুব্ধ প্রকাশ করে সাংবাদিকগণ বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ উপরোক্ত দিবস উদযাপন উপলক্ষে আমাদের চিঠি দিলেও কোনো উপ-কমিটিতে রাখেননি । কিন্তু ঐ উপ-কমিটিতে আমরা ব্যতিত অন্য সাংবাদিকগণ আছে বলে আমরা জানতে পেরেছি যা পক্ষপাতিত্বের সামিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলীর সংগে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply