বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ড-১১-০৫১৬ নম্বর ট্রাক আটক করে অভিযান চালিয়ে ১শত পঞ্চাশ বোতল ফেনসিডিল সহ তিন ব্যাক্তিকে আটক করে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার এসআই নাসিম উদ্দিন ২২-০৩-২০২০ ইং রবিবার মধ্যরাত ০২:৩০ মিনিটে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া (বিপিএম বার) এর দিকনির্দেশনায় এবং বগুড়া জেলা ডিবি পুলিশের ওসি আসলাম আলী (পিপিএম বার) এর নেতৃত্বে, জেলা ডিবি পুলিশের এসআই নাসিম উদ্দিন ও এসআই ফয়সাল আহাম্মেদ সহ ৫জন। পূর্ব থেকেই শহরের চারমাথা বাসটার্মিনাল অবস্থান নেয়। গোপন খবরে জানা যায় একটি গরু ভর্তি ট্রাক ফেনসিডিলসহ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে রওনা করে গন্তব্য পাবনা জেলার বেড়া উপজেলায়, ট্রাকটি বগুড়া শহরের চারমাথা এসে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ডিবি পুলিশ ট্রাক আটক করে ১শত পঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তিনজন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার করা আসামিগণ ১। দিনাজপুর জেলার বিরামপুরের মৃত খাজের আলীর পুত্র মোঃ আবুল খায়ের(৪৫) ২।চড়িয়া মধ্য পাড়ার আব্দুল জলিলের পুত্র মোঃ সোহেল রানা(২৯) ৩। রড় গোঁজার গ্রামের আমিরুল ইসলামের পুত্র মোঃ আল আমীন (২০) উভয়েই সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার বাসিন্দা। আসামিদের জিগ্যাসা করলে জানাযায় আসামিগণ দীর্ঘদিন যাবত এই মাদক ব্যাবসার সাথে জড়িত। আসামিদের ২২-০৩-২০২০ইং দুপুর ০৩:৩০ মিনিটে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply