বগুড়ায় চাঞ্চল্যকর আপেল হত্যা মামলার প্রধান আসামী মোঃ আকাশ ওরফে রিপন (২৬) কে আজ ২৭ জুন গ্রেফতার করে সিআইডি বগুড়া জেলার একটি বিশেষ টিম। গ্রেফতারকৃত মোঃ আকাশ ওরফে রিপন বগুড়া সদরের মথুরা পূর্বপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম হোসেনের ছেলে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ সকাল ৮.৩০ ঘটিকায় বগুড়া সদরের চন্ডিহারা এলাকায় প্রকাশ্যে মোঃ আকাশ ওরফে রিপন তার দলবল নিয়ে ছাগল ব্যবসায়ী মোঃ আপেল(৩৫) এবং তার সহোদর বড় ভাই মামুন(৪০) কে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সহোদর দুই ভাইকে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই আপেল মৃত্যুবরণ করে। সহোদর অপর ভাই মামুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা থাকার পর পঙ্গুত্ব বরণ করে। আপেল এবং তার সহোদর বড় ভাই মামুন বগুড়া সদরের পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। গত ২০২০ইং সালের মার্চ মাসের ১৬ তারিখে সিআইডি মামলাটি অধিগ্রহণ করে। ঘটনার দীর্ঘ ০১বছর ০৪মাস পর সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার সিআইডি বগুড়া জেলার পুলিশ পরিদর্শক মোঃ সাইদুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার প্রধান আসামী মোঃ আকাশ ওরফে রিপনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই মামলার ঘটনায় ইতি পূর্বে সিআইডি বগুড়া। ইতি পূর্বে মোঃ রাব্বি(২৫) এবং মোঃ রবিন(২৩) নামের আরো ০২জন আসামীকে সিআইডি বগুড়া গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার প্রধান আসামী মোঃ আকাশ ওরফে রিপনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ ২৭ জুন রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে মর্মে নিশ্চিত করেন। এছাড়াও অতি সত্বর মামলার তদন্ত সমাপ্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করা হবে বলে মামলার তদন্তকারী অফিসার জানান।
Leave a Reply