জামালপুরের বকশীগঞ্জে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে গাজীপুরের টংগী থেকে ইফতেখার হোসেন সোলাইমান নামে ওই সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেপ্তার করেন। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, একটি প্রতারণা মামলায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের আবদুস ছামাদের ছেলে ইফতেখার হোসেন সোলাইমানকে এক বছরের দন্ডাদেশ দেন জামালপুরের আদালত। দন্ডাদেশের পর থেকে পলাতক ছিলেন সোলাইমান। শুক্রবার রাতে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আকিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরের টংগী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। অপরদিকে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরো তিন জনকে আটক করেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply