বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক-সাংবাদিক ইমতিয়াজ আহমেদ এর ভৌতিক গল্পগ্রন্থ ‘মৃত্যু’। মেলার প্রথম দিন থেকেই কিংবদন্তী পাবলিকেশনে পাওয়া যাচ্ছে বইটি। গল্পগ্রন্থটি সম্পর্কে লেখক ইমতিয়াজ আহমেদ বলেন,’কিংবদন্তী পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি মেলার প্রথম দিন থেকেই স্টলে পাওয়া যাবে। বইটিতে ভৌতিক ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে ৮ টি গল্প রয়েছে। রয়েছে বাস্তত ভৌতিক অভিজ্ঞতার গল্পও। যারা ভৌতিক বই পড়তে ভালোবাসেন তাদের কাছে বইটি ভালো লাগবে বলে আশা করি।’ কিংবদন্তী পাবলিকেশন এর কর্ণধার অঞ্জন হাসান পবন বলেন,’ ভৌতিক বিষয় নিয়ে লেখা বইটির গল্পগুলো চমৎকার। আশা করি সব বয়সী পাঠকের ভালো লাগবে। বইটি রয়েছে, গন্ধ, মৃত্যুদূত, দানো, টিউশনি, মৃত্যু, নূপুরের শব্দ, ভূতবউ এবং অশরীরিণীর প্রেম নামের আটটি গল্প। নবীন এই লেখকের সাবলীল ভাষায় লেখা গল্পগুলো পাঠককে আনন্দ দেবে।’ ‘মৃত্যু’ গল্পগ্রন্থের লেখক ইমতিয়াজ আহমেদ শিবচরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সাংবাদিকতার সাথে জড়িয়ে আছেন দীর্ঘ এক যুগ ধরে। ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চা করে আসছেন। গল্প, কবিতা, উপন্যাস লিখছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কুয়াশায় মোড়ানো বিকেল(গল্পগ্রন্থ), শূন্যতা ছুঁয়ে যায় (উপন্যাস), অশ্রু তুমি চিবুকেই হও শেষ(সম্পাদিত কাব্যগ্রন্থ) এবং কবিতা ও প্রেম(সম্পাদিত কাব্যগ্রন্থ)।
Leave a Reply