ফ্রান্সের মহানবীকে কটুবাক্য করায় আজ রাজধানী মিরপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল করে বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষক। প্রতিবাদে ছাত্র -শিক্ষক বিভিন্ন স্লোগান দেয়।
স্লোগানে বলা হয় মহানবীর অপমান সইবে নারে মুসলমান, জেগেছেরে জেগেছেরে, মুসলিম উম্মাহ জেগেছে,
মেকহোর চামড়া তুলে নিবো আমরা।
বিভিন্ন শিক্ষকবৃন্দু বক্তৃতায় ফ্রান্সের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে মাসে প্রিয় হাবিবের আগমনে সারা বিশ্ব আনন্দে মাতোয়ারা, ঠিক সে সময়ে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর প্রতি বিদ্বেষ প্রকাশ সম্পূর্ণ পরিকল্পিত। তারা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে।
Leave a Reply