ফোট সাংবাদিক মোঃ জাহিদ মনে করছেন একশ্রেণির হ্যাকার আমার ব্যক্তিগত জীবনের তথ্য আদান-প্রদানের খবর জানার কৌতূহল থেকে আমি ফেসবুক ব্যবহার করার ইচ্ছা আছে তখন আমি ফেসবুক ব্যবহার করতে আগ্রহ প্রকাষ করি। আমাকে বিব্রতকর অবস্থায় ফেলতে আমার আইডি হ্যাক করছেন। আমি নিজে স্ব- শরিরে হাজির হউয়া রাজপাড়া থানায় একটি জিডি দায়ের করেন জিডি নং ৭৯১ তারিখ ২০ এপ্রিল ২০২১ ইং রাজশাহী আরএমপি রাজপাড়া থানা । ব্যক্তিগত ফেসবুক আইডি বিব্রতকর অবস্থায় বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অনেক সফলতার আস্থাশিল জনগনের আইনের প্রতি শ্রদ্ধা ভক্তি চোখে ভালবাসার সফলতা বয়ে আনছে সুনামের সহিত সাইবার ইউনিট কাজ করে আসছে সুনামের সাথে। আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা ফেসবুক সমন্ধে আমি অতি অল্পো বুঝি তাই আমার ফেসবুক আইডি টি খুলেদেন মোঃ আব্দুল রাজ্জাক সুজন পিতা মোঃ আব্দুল আজিজ সাং সপুরা মিয়াপারা থানা বোয়ালিয়া, মহানগর রাজশাহী। খুলে দেয়, এছাড়া আমার আইডির গোপনীয়তা আর কাউকে আমি বলিনি। আব্দুল রাজ্জাক সুজন এর ব্যবহার করা ব্যক্তগত মোবাইল ফোন থেকে আমার ফেসবুক আইডি খুলে ফেসবুক আইডির নামঃ ( jahid sambadk ) । আপত্তিকর ছবি আপলোড বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের কারণে বিব্রতকর অবস্থায় ফেলতে আমাকে আইডি হ্যাক করছেন। কারণ হ্যাকাররা কোনো খারাপ ছবি কিংবা বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়ে আমাকে বিপদেও ফেলতে পারে । ক্যারিয়ারে ক্ষতিও হতে পারে। এভাবে আইডি হ্যাক করা একধরনের ক্রাইম। হ্যাকাররা যদি আমার ওই আইডি থেকে কোনো বাজে স্ট্যাটাস দিয়ে দেয়! সেটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিভ্রান্তিমূলক স্ট্যাটাস আমাকে বিপদে ফেলতে পারেন। ফেসবুকই যোগাযোগের বড় মাধ্যম দেশবাসীর খবরা খবর জানাতে , আত্ত্বিয় স্বজন বন্ধুদের সাথে যোগাযোগ—সবই ফেসবুকের মাধ্যমেই হয়ে থাকে। ওসি রাজপারা থনার অফিসার ইনর্চজ বলেন, পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে আইডি ও পেজ উদ্ধার পাওয়ার চেষ্টা করে থাকেন ও সমাধান পাচ্ছেন দেশের জনগন ।
Leave a Reply