বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

ফেসবুকে ফেক আইডির মাধ্যমে আত্মসাৎকৃত প্রায় ১১ লক্ষ টাকাসহ প্রতারক গ্রেপ্তার

সঞ্জয় দাশ (স্টাফ রিপোর্টার ) :-
  • আপডেট টাইম সোমবার, ৫ জুলাই, ২০২১

ফেক ফেসবুক আইডি https:// www. facebook. com/ soumodip. ghosh.775-এর স্বত্তাধিকারী জার্মান প্রবাসী পরিচয় দিয়ে জমি ক্রয়ের কথা বলে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রাণী দাস এর নিকট হইতে প্রতারক প্রদীপ কুমার ঘোষ (৫১) পিতা-সুবোধ ঘোষ, সাং-ঘোষনগর, থানা-তালা, জেলা-সাতক্ষীরা কর্তৃক জুন /২০২১ মাসে বিভিন্ন তারিখ ও সময়ে ক্যাশে, বিকাশে এবং চেকের মাধ্যমে ২০,৩০,০০০/-(বিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা আত্মসাৎ করেন প্রতারক প্রদীপ কুমার ঘোষ, সঞ্জিত ও সৌম্মদীপ ঘোষ। নিজেকে Soumodip Ghosh (susanto ghosh) নামে পরিচয় দিয়ে প্রতারনার ফাঁদ পাতে প্রতারক। জমির দলিল তৈরী করার নামে প্রধান শিক্ষিকার এনআইডি কার্ডের ফটোকপি-২ কপি, পাসপোর্ট সাইজের ছবি-৩ কপি, নন-জুডিশিয়াল ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর, স্বাক্ষর সম্বলিত ব্লাঙ্ক চেক-৩টি নিয়ে যায় প্রতারক। বাদী কর্তৃক বর্ণিত আত্মসাৎকৃত টাকা ও স্বাক্ষরিত খালি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প, চেক বহির স্বাক্ষরিত পাতা, এনআইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি উদ্ধারের চেষ্টা করিয়া ব্যর্থ হইলে বাদীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৮ তারিখ-০৩/০৭/২০২১ ইং ধারা-৪০৬/ ৪১৭/ ৪২০/ ৪৬৮/ ৫০৬ দঃ বিঃ রুজু হয়। পুলিশ সুপার যশোর মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করলে, অফিসার ইন-চার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোর মামলাটির তদন্তভার এসআই(নিঃ) শামীম হোসেন এর উপর অর্পন করেন। পুলিশ সুপার যশোর মহোদয়ের দিকনির্দেশনায় জনাব সোমেন দাস, অফিসার ইন-চার্জ, জেলা গোয়েন্দা শাখার সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে, এসআই মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, এসআই, চন্দ্র কান্ত গাইন, এসআই,মোঃ শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ জেলা গোয়েন্দা শাখার ১টি চৌকস টিম আসামীর অবস্থান সনাক্ত পূর্বক খুলনা ও সাতক্ষীরা জেলায় ইং (৪ জুলাই) তারিখ হইতে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত সরাসরি জড়িত আসামী প্রদীপ কুমার ঘোষ, সঞ্জিত,সৌম্মদীপ ঘোষ (সুশান্ত ঘোষ) কে অদ্য ইং (৫ জুলাই) তারিখ সাতক্ষীরা জেলার তালা থানাধীন ঘোষনগর সাকিনস্থ আসামীর নিজ বাড়ী হইতে আটক করেন। (১) প্রদীপ কুমার ঘোষ,সঞ্জিত,সৌম্মদীপ ঘোষ (সুশান্ত ঘোষ) (৫১), পিতা-সুবোধ ঘোষ, সাং-ঘোষনগর, থানা-তালা, জেলা-সাতক্ষীরা। আটকের সময় ১০,৯৭,০০০/-(দশ লক্ষ সাতানব্বই হাজার) টাকা,বাদীর স্বাক্ষর সম্বলিত ব্লাঙ্ক চেক, বাদীর স্বাক্ষরিত ব্লাঙ্ক নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প-৩টি,বাদীর এনআইডি কার্ডের ছায়ালিপি-০২টি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, বিভিন্ন দলিলের ছায়ালিপি, ৩টি মোবাইল সেট (যাহাতে ফেসবুক আইডি ব্যবহৃত হতো, বিকাশ নাম্বার) আসামীর ০১টি পাসপোর্ট, স্বর্ণালংকার মোট ৩ ভরি, ৮ আনা, মূল্য আনুমানিক ২,৮৬,০০০/= টাকা উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581