আবু বকর (৫৫) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের কৃষক। বোরো চলতি মৌসুমের শুরু থেকেই আবাসিক সংযোগ থেকে প্রায় ১০০ মিটার দূরে সেচ পাম্প পরিচালনা করে আসছে। সেচ পাম্প চালানোর সময়, তিনি তার জমিতে বিদ্যুৎ সংযোগ রেখে বিদ্যুতের সংযোগ চালু রাখতেন। ফলস্বরূপ, মাটিতে রেখে তারের বিদ্যুতায়নের ফলে কিছু লোক সামান্য আহত হয়েছিল এবং ইউনিয়নের চেয়ারম্যানকে যখন বিষয়টি সম্পর্কে জানানো হয়েছিল, ১৫ দিন আগে চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনাস্থলে গিয়ে খুঁটি স্থাপন করতে বলেছিলেন পাওয়ার সংযোগ তারে। তবে সেচ মালিক আবু বকর বিষয়টি আমলে নেননি। উদাসীনতার কারণে আজ দু’জন শিশু মারা গেছে বলে জানিয়েছেন নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা। স্থানীয়রা জানান, আবু বকর বুধবার, ১৭ মার্চ সকালে মাটিতে তার ফেলে সেচ পাম্পটি চালু করেন। সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের নাদের আলী (৬৭) ও একরামুল হক (৪০) দুই শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি গ্রামের মমিনুল হকের ছেলে আলামিন হক (১১) ও আজিজুল হকের ছেলে আজিমুল হক (৭)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফজিলাতুন্নেছা বিদ্যুৎ স্পৃষ্ট দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply