কাল পরিক্রমায় পয়লা ফাগুনের হাত ধরেই আগমন ঘটে ঋতুরাজ বসন্তের ।তাই সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
বসন্তে ফুল ফুটবে এটাই স্বাভাবিক। তবে সব গাছে ফুল না ফুটলেও আম আর লিচুর গাছে গাছে মুকুল দৃশ্যমান। পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন স্থানে সেই চিত্রই দৃষ্টি কাড়ে। থোকায় থোকায় আমের মুকুলে গাছের সৌন্দর্য বেড়েছে দ্বিগুন। লিচুর মুকুল এখানো সম্পূর্ণ বের হয় নি। বিদেশি জাতের লিচুর মুকুল চোখে পড়ার মতো না হলেও দেশি জাতের লিচুর মুকুল লক্ষ্যনীয়।
ডাল আর পাতার বাধা অতিক্রম করে মাথা তুলেছে থোকা থোকা আমের মুকুল। এখন শুধু সময়ের অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই এসব মুকুল ফুটবে, তারপর শুরু হবে মৌমাছির আনাগোনা। মুকুল ফোটার সাথে সাথেই ব্যাস্ত হয়ে পড়বে এ অঞ্চলের কৃষকরা।
এখনই শুরু হয়েছে বাগান পরিচর্যার কাজ।একবুক আশায় বুক বেঁধেছে কৃষক বাড়তি ফলনের। সবই সময়ের ব্যাপার।ফলন ভালো হবে। চাহিদা মোতাবেক আয় হবে এমনটাই প্রত্যাশা করছে কৃষকরা।
Leave a Reply