ইউটিউব নামটির সাথে পরিচিত নয় এমন মানুষ হয়ত নেই বললেই চলে । বলা হয়ে থাকে ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যে পাওয়া যায় না । আপনি যা জানতে চান অথবা যা শিখতে চান শুধু সার্চ দিলেই পেয়ে যাবে মুহূর্তের মধ্যেই । দিন দিন ভিডিওর সংখ্যা বেড়ে যাচ্ছে । এক গবেষণায় বলা হয়েছে বর্তমানে ইউটিউবে এত ভিডিও আছে যে আপনি যদি টানা ১ হাজার বছর বসে ভিডিও গুলো দেখেন তাহলেও দেখে শেষ করতে পারবেন না । এসব ভিডিও যারা দেয় তাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর । আমরা কথা বলেছিলাম ঠিক এমনই একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে নাম শান্ত । ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সে ইউটিউবার হবে। গত বছর (2020) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। ছাত্র হিসেবেও খুব একটা মন্দ ছিল না উচ্চ বিদ্যালয়ে। ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই কিন্তু সময় এবং পর্যাপ্ত সাপোর্ট না থাকায় বাস্তবায়ন হয়নি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলে শান্ত। শুরু করে দেয় কন্টেন্ট আপলোড করা। বিভিন্ন ধরনের ভ্লগ এবং ফানি ভিডিওর চিএ ধারন করে আপলোড করে সে। বর্তমানে তার ভিডিও সংখ্যা ১১০+ এবং সর্বমোট ভিউ ২৩০০০০+ । চ্যনেলটির নাম SHANTO OFFICIAL বাংলাদেশকে পূরো বিশ্বের সামনে তুলে ধরার স্বপ্ন শান্তর। তাই সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
Leave a Reply