মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

ফাউগান গ্রামের তরুণ শান্ত এখন সফল ইউটিউবার

স্টাফ রিপোর্টার : শাকিল খান নিরব
  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ফাউগান গ্রামের ১৮ বছরের এক তরুন শান্ত ঝুকছে ইউটিউবিং এর প্রতি ।

ইউটিউব নামটির সাথে পরিচিত নয় এমন মানুষ হয়ত নেই বললেই চলে । বলা হয়ে থাকে ইউটিউবে এমন কোনো
 ভিডিও নেই যে পাওয়া যায় না । আপনি যা জানতে চান অথবা যা শিখতে চান শুধু সার্চ দিলেই পেয়ে যাবে 
মুহূর্তের মধ্যেই । দিন দিন ভিডিওর সংখ্যা বেড়ে যাচ্ছে । এক গবেষণায় বলা হয়েছে বর্তমানে ইউটিউবে এত
 ভিডিও আছে যে আপনি যদি টানা ১ হাজার বছর বসে ভিডিও গুলো দেখেন তাহলেও দেখে শেষ করতে
 পারবেন না । এসব ভিডিও যারা দেয় তাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর । আমরা কথা বলেছিলাম ঠিক 
এমনই একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে নাম শান্ত ।

ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সে ইউটিউবার হবে। গত বছর (2020) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। 
ছাত্র হিসেবেও খুব একটা মন্দ ছিল না উচ্চ বিদ্যালয়ে। ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই কিন্তু 
সময় এবং পর্যাপ্ত সাপোর্ট না থাকায় বাস্তবায়ন হয়নি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই একটি
 ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলে শান্ত।

 শুরু করে দেয় কন্টেন্ট আপলোড করা। বিভিন্ন ধরনের ভ্লগ এবং ফানি ভিডিওর চিএ ধারন করে আপলোড
 করে সে। বর্তমানে তার ভিডিও সংখ্যা ১১০+ এবং সর্বমোট ভিউ ২৩০০০০+ । চ্যনেলটির নাম SHANTO OFFICIAL 
 বাংলাদেশকে পূরো বিশ্বের সামনে তুলে ধরার স্বপ্ন শান্তর। তাই সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

তিনি একজন সফল ইউটিউবার । মাতৃজগত জানিয়েছেন তার সফল ইউটিবার হবার গল্প । তাকে করা প্রশ্ন এবং উত্তর গুলো নিচে হুবুহু তুলে দেওয়া হলো :

*আপনি ইউটিউবের পাশাপাশি আর কি কি করেন?
–আমি সবকিছু করি পাশাপাশি ইউটিউবিং টা করে যাচ্ছি ।
*আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন ?
–আলহামদুলিল্লাহ ভালই ইনকাম করি । মাসে আমার হাত খরচ চলে যায় ।
*নতুন ইউটিউবারদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান ?
— নতুনদের জন্য সবসময় পরামর্শ থাকবে আপনারা নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানান । দর্শকরা কি চায় সেটা ওপর ফোকাস দিন । আর কি নিয়ে ভিডিও বানাবেন সেটা অবশ্যই অনেক চিন্তা-ভাবনা করে নিবেন । কারণ শুধু ভিডিও দিলেই হবে না আপনার ভিডিও মানুষ দেখতে চায় কিনা সেটাও দেখতে হবে ।
*ইউটিউবে মনেটাইজেশন পেতে হলে কি করতে হয়?
–প্রথমত আপনার একটা নিজস্ব চ্যানেল থাকতে হবে । এবং ১২ মাসের মধ্যে আপনাকে ৪০০০ হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে হবে । তাহলে আপনি মনেটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581