মোঃ সাগর মল্লিক খুলনা জেলা বিভাগীয় প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বল্লবপুর গ্রামে মোঃ জিয়াউর রহমান ওরফে জয় (২১) নামের এক যুবকের আত্মহত্যার ঘঢ়টনা ঘটেছে।
সে বাড়ীর পাশের একটি শিরিশ গাছের ডালের সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোররাতে তাকে উক্ত গাছে ঝুলন্ত অবস্তায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে জয়ের পিতা মোদাচ্ছের মল্লিক নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম।
Leave a Reply