শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি : ৪ জুন ২০২১খ্রিঃ ২৪ ঘণ্টা শেষ হবার পূর্বেই চোরাই মালামাল উদ্ধার এবং আসামি গ্রেফতার ০৩ ।

সালেক আহামেদ পলাশ নরসিংদী থেকে।
  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুন, ২০২১
বৃহস্পতিবার ৩ জুন ২০২১ রাত অনুমান ১:৩০ মিনিট পর হতে ভোর অনুমান ৫:৩০ মিনিট পূর্বে অজ্ঞাতনামা আসামীগণ নরসিংদী মডেল থানাধীন নরসিংদী বাজারস্থ গৌর বিষ্ণুপ্রিয়া আশ্রমের গ্রীল কেটে আশ্রমের ভিতরে প্রবেশ করে আশ্রমে থাকা বিগ্রহ মন্দিরের ব্যবহৃত স্বর্ণালংকার ও কাপড়সহ সর্বমোট-২,০০,০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অহিভূষণ চক্রবর্তী বাদী হয়ে এজাহার দায়ের করলে নরসিংদী মডেল থানার মামলা নং-০৯, তারিখ-০৩/০৬/২০২১ , ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পর মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউর রহমান পেশাদারিত্বের সাথে তদন্ত কার্যক্রম শুরু করেন এবং মামলা রুজুর মাত্র ০২ ঘণ্টার মধ্যে ঘটনার সহিত জড়িত আসামী ১। আব্দুল্লাহ (২১), পিতা-জামাল উদ্দিন, সাং-গজারিয়া, থানা-পলাশ, বর্তমান ঠিকানা-খালপাড় (হাবিবুল মুক্তিযোদ্ধার বাড়ীর ভাড়াটিয়া), থানা-নরসিংদী সদর, ২। আল আমিন (২১), পিতা-সোলেমান,সাং-বানিয়াছল (আরতির মার বাড়ীর ভাড়াটিয়া), ৩। রতন মিয়া (২১), পিতা-মজিবুর রহমান, সাং-বানিয়াছল, রেলকলোনী, উভয় থানা-নরসিংদী সদর, সর্ব জেলা-নরসিংদীদের গ্রেফতার করেন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার ঘটনার জড়িত থাকার সু-নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কার্য সম্পন্ন করে মামলা রুজুর ২৪ ঘণ্টা শেষ হবার পূর্বেই অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। চুরি হওয়ার পর ২৪ ঘণ্টা শেষ হবার পূর্বেই আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার এবং মামলা রুজু ও নিষ্পত্তি করায় সকলে সন্তুষ্টি প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581