শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সদস্য বিহীন সাংবাদিকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত! Matrijagat TV

 এম এ করিম ষ্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০২০

সাংবাদিকতা মানেই দুর্নীতি,অপরাদ,ঘুষ,অন্যায়,অবিচার সহ গরিব দুঃখি অসহায় খেটে খাওয়া দিন মজুর মানুষের কথা এবং প্রশাসনিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা। সাংবাদিকরা অাছে বলেই অাজ দেশে অনেকটাই অপকর্ম শিথিল রয়েছে।শুধু তাই নয়,সাংবাদিকরা দেশের দর্পণ স্বরুপ,এবং সাংবাদিকরা দেশের বিবেক, এছাড়াও, সাংবাদিকরাই একমাত্র সারাদেশ সহ বিশ্বের ভালো মন্দ উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন জনসমক্ষে। এদিকে,পিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইনের কার্ড ধারী সাংবাদিকরা প্রেস ক্লাবের সদস্য হওয়ায় তারা সরকারের সকল বিভিন্ন সুযোগ সুবিধা পাই। তবে,প্রশ্ন থেকেই যায়,যা প্রেস ক্লাব বিহীন সাংবাদিকরা কি সাংবাদিক নয়? আজ প্রেস ক্লাবে সদস্য না থাকলে তাদের মত সাংবাদিকদের কিছু দেওয়া তো অনেক দুরের কথা তাদের খোঁজ নেওয়ার মত যেন কেউ নেয়। প্রেসক্লাবের সদস্য বিহীন সাংবাদিকদের প্রশাসনিক ও বিভিন্ন ঝামেলা সহ কোনো সমস্যা হলে কেউ এগিয়ে আসে না। এছাড়াও,সামান্য কারনে লেলিয়ে যাচ্ছে একজন সাংবাদিক অন্য সাংবাদিকের উপর।অথচ অামরা সাংবাদিক এক প্লাটফর্মের যাত্রী সাধারণ। এদিকে,বৈষয়িক প্রাণঘাতী মারাত্মক মহামারীত (কোভিড-১৯) নামক মরনমূখী করোনা ভাইরাসে জীবনের ঝুুঁকিপূর্ণ অবস্থা নিয়ে প্রতিদিন, প্রতিমুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমিত ঘটনা সহ দৈনন্দিন দেশের বাস্তব চিত্র তুলে ধরতে ব্যস্তবাগীশ সাংবাদিক নামের বঞ্চিত সরকারি সহায়তায়। এছাড়াও,দুর্যোগকালীন মুহূর্তে বিভিন্ন প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্যে সেইফ শিল্ড,স্যানেটাইজার,পিপিই,ত্রাণ সহ ছোট-বড় বিভিন্ন সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। তবে,তির্যক প্রশ্ন থাকলেও মন্তব্য করার যেন কেউ নাই প্রেস ক্লাব বিহীন সাংবাদিকরা এমন সহায়তার অনেক বাইরে। শুধু তাই নয়, প্রেস ক্লাবের সদস্য পদে সাংবাদিকরা যারা আছেন তাদের থেকে ৯০% বেশি সরেজমিনে গিয়ে মাঠ পর্যায়ে প্রতিবেদন সংগ্রহ করে প্রেস ক্লাব বিহীন সাংবাদিকরাই বেশী নিউজ করে থাকে। এছাড়াও,অসহায় গরিব, দুঃখী দিন মজুর মানুষের কষ্ট দেখলে অামাদের মত প্রেস ক্লাব বিহীন সাংবাদিকরাই এগিয়ে আসে, এবং দুঃখের ভাগিদার হয়ে তুলে ধরে তাদের দুঃখ দুরদশার কথা। প্রকৃতপক্ষে,দুঃখের সাথে বলতে হয়,সরেজমিনে প্রতিবেদন সংগ্রহে অদম্য ছুটে চলা অামাদের মত প্রেস ক্লাব বিহীন সাংবাদিকরা সরকারি সহায়তা সহ সব কিছু থেকে বঞ্চিত। এদিকে,বাংলাদেশের নিবন্ধিত তালিকাভুক্ত অনেক অনলাইন নিউজ প্রোটাল রয়েছে, যাদের ৮০% প্রতিনিধি কোনো প্রেস ক্লাবে’র অন্তর্ভুক্ত নয়।তা হলে কি এমন চরম সংকটময় অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষথেকে কোনো প্রকার সহযোগিতা নামক সহায়তা এসব সাংবাদিকরা পাবে না, এমনকি প্রেস ক্লাবে’র অধিনে না থাকায় এমন সাংবাদিকরা সব কিছু থেকে বঞ্চিত থাকবে?এমন তির্যক প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র প্রতি আমাদের প্রেস ক্লাব বিহীন সকল সাংবাদিকরা দাবী তুলে ধরে বলেন, আমাদের মত সাংবাদিকরা, রোদ,বৃষ্টি, বন্যা সহ দুর্যোগময় অবস্থায় সরেজমিনে প্রতিবেদন সংগ্রহে শীত কিংবা প্রখর রোদ্রে কষ্টে ভেজা জামা পরেই সংবাদ পরিবেশনা করতে হয়, অার তাই,অামাদের মত প্রেসক্লাব বিহীন সকল সাংবাদিকদের প্রতি অাপনার নিরিহ্, সরল, সঠিক ভালোবাসার দৃষ্টি নিক্ষেপ সহ এমন ডালভাঙ্গা সাংবাদিকের উপর জন দরদি নজর দিয়ে,প্রেসক্লাব বিহীন সকল সাংবাদিকরা এ দুঃসময়ে দেশের পাশে থেকে প্রতিদিন প্রতিমুহূর্তে দেশের অপরাদ ও উন্নয় মূলক সহ বিভিন্ন কর্মকাণ্ড জনগনের দাঁড়গোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকতার কাজের গতি স্তব্ধ না হওয়ায় একটু হলেও খোঁজ-খবর নেওয়ার অাহ্বান জানায় এমন প্রেসক্লাব বিহীন সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581