বালিকা প্রেম কি অন্তহীন অন্ধকার?
ডুবে যেতে হলো!
আলিঙ্গন করলে মৃত্যুকে।
অত্যাচারীর বিরুদ্ধে খড়গ হাতে দাঁড়ালে না,
চোখে চোখ রেখে
হলে না প্রতিবাদী,ভয়ংকর রুদ্ররুপিনী
মা দূর্গা,মা কালি, কোথায় হারালে সেই রুপ?
শরীরে খেলেছিলো যে শরীর, তার ও মৃত্যু ঘটলো
নিজ দুঃখ ভুলতে,পাষাণ হত্যাকারী।
লজ্জা, সম্ভ্রম, কেন?
ওটা কি কেবল নারীর জন্যে অতি যত্নে
শিকেয় তোলা দুগ্ধজাত দ্রব্য?
জানি, অপমান, লজ্জায় বেদনা বিধস্ত ছিলে,
তবুও —–
অহংকারী কন্ঠে পৃথিবীকে কেন জানালেনা?
“বার্তাবাহক! আমি নারী জাতির বার্তাবাহক”!
আমি নই তামাশা নদীর ক্ষণজন্মা পরজীবি?
আমি কখনোই মানিনা,
যুগের এই অত্যাচার,কখনোই না, কখনোই না।
Leave a Reply