মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

প্রশাসনিক কেন্দ্র বিন্দু, কালুরঘাট কাপ্তাই মাথায় রোডে বাজার, করোনার হটস্পট ? মাতৃজগত টিভি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শনিবার, ৩০ মে, ২০২০

আজ ২৯ই মে,২০২০ইং চট্টগ্রাম জেলা বা মহানগরীতে প্রতিনিয়ত করনা আক্রান্ত মৃত্যুের মিছিলে পরিণত___
#প্রশাসনের আদেশ অমান্য চট্টগ্রাম শহরে যানচলাচল সহ মানুষের ঢল চোখের পড়ার মত……………
#চান্দগাঁও থানাধীন কালুরঘাট কাপ্তাই রাস্তার মাথায় কাজীর হাট বাজার প্রকাশ্য রোডে সামাজিক ও
শারীরিক দুরত্ব বজায় নাই বলেই চলে ঈদের মত কাঁচা বাজার অবাধে চলছে___
দক্ষিন ও উওর জেলার মানুষ চলাচলের মাধ্যম কাপ্তাই রাস্তার মাথা। এটা সবচেয়ে করোনার ঝুঁকি ও হটস্পট। বাজার কমিটি প্রতিনিয়ত রোডে হাট বসাইয়ে ইজারা তুলে……
বাজার কমিটি কি জানে না। দুর্যোগ ও মহামারী ওরা এতো নিঃলজ্জা কেন.?
#তাদের কারনে তো আজ প্রতিনিয়ত পুলিশ, ডাক্তার, সাংবাদিক আক্রান্ত হচ্ছে।এর দায় নিঃলজ্জা ব্যবসায়ীরা এবং করোনা কে জনগন মোটই পাওা দিচ্ছে না। প্রতিদিন শত শত করোনা রোগী শনাক্ত।
#মেডিকেলে সিট খালি নেই। প্রতিনিয়ত জীবন ঝুঁকি মানুষের_____
#পুলিশ প্রশাসন প্রশংসার দাবী রাখেন। এমনকি সব রকমের ভুমিকা রেখেছেন আমি নিজও চোখে দেখেছি তারপর ব্যবসায়ী উঠতে চাচ্ছে না। মাইকিং করা হচ্ছে। বিকাল ৪.৪৫ মিঃ সময় পুলিশ যখন এ্যাকশনের যাই তারপর পালাচ্ছে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ও চান্দগাঁও থানার পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

#ছবি ক্যাপশনঃ কাপ্তাই রাস্তার মাথা কাজীর হাট হতে ছবি তোলা বিকাল ৩.৩০ মিঃ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581