পুরো পৃথিবী জুড়ে ভয়াবহ রোগ করোনা ভাইরাসের আতংকে মানুষ আতঙ্কিত।
এই ভয়াবহ রোগ থেকে দেশের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার নানামূখী পদেক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য দিবারাত্রী পুরো উখিয়া উপজেলা জুড়ে মাঠ পর্যায়ে মানুষকে সচেতন করার জন্য মাইকিংসহ বিভিন্ন রকমের পদেক্ষেপ নিয়ে পরিশ্রম করে যাচ্ছে উখিয়া উপজেলা প্রশাসন ।
ভয়াবহ করোনাভাইরাস নামক রোগটি বিদেশ থেকে নিয়ে দেশে আসার প্রধান মাধ্যম হলো প্রবাসীরা। কাজেই প্রবাসীদের উদ্যেশে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স যে নির্দেশ দিয়েছেন তারই আলোকে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু প্রবাসীদের উদ্যেশে ফেইসবুক স্ট্যাটাসে যা লিখেন;-
প্রবাসী ভাইবোনেরা যারা বিদেশ থেকে এসে ঠিকানা বদল করে পালিয়ে, হেসে-খেলে দিন পার করছেন, দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করে তথ্য দিন। নচেৎ পাসপোর্ট বাতিলসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রঃ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।
Leave a Reply