ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
আজ সোমবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ও সোনাপুর ইউনিয়নের ১৫০০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য শাওন এ কথা বলেন।
এ সময় তিনি জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে দুস্থ মানুষের সেবা করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার প্রমূখ।
Leave a Reply