মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্য উপহার পাটিয়েছেন তা আজ বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার ইমাম পরিষদ, ক্রিকেট একাডেমির খেলোয়ারদের ভিতর, সাংবাদিক ইউনিয়ন, ইজিবাইক চালক, দুস্থ বাস্তহারা, হতদরিদ্র খালের ধারে বসবাসকারী, পূরোহিত, দিনমজুর ফেরিওয়ালা, আদিবাসী ও জেলেদের ভিতর মোট ৩শত পরিবারের সহায়সম্বলহীন মানুষের কাছে খাদ্য উপহার তুলে দেন যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীবমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অধ্যাপক ড়াঃ নাসির উদ্দিন এবং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম।
এসময় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ করে বলেন, আপনারা ঘরে থাকবেন আমরা আপনাদের খাবার পৌছে দিবো।
এছাড়া আজ সকালে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে সৃষ্ট পরিস্থিতিতে গৃহে থাকা কর্মহীন পরিবারের মাঝে বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি, ঝিকরগাছা, শার্শা, বেনাপোল যশোর জেলা আঞ্চলিক কমিটির উদ্যোগে ২শত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম প্রদান করেন।
এসময় তার সঙ্গে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপি, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, রাজ প্রমূখ।
Leave a Reply