প্রতারনার শিকার হয়ে যশোর অভয়নগর উপজেলায় সিদ্দিপাশা সোনাতলার, উজ্জ্বল দাস, পিতা ভগীরথ দাস ও মদন দাস পিতা ঠাকুরদাস এদের বাড়িতে ১১/০৭/২০২০ খ্রি।শনিবার দুপুর ১ ঘটিকায় দুজন অজ্ঞাত ব্যাক্তি লোকনাথ পুজা করবে বলে সাহায্য দাবীকরে এবং বলে যে আমি এগারো বছর কথা বলতে পারতাম না বাবা লেকনাথের ইচ্ছায় এখন কথা বলতে পরি তাই লোকনাথ বাবার নির্দেশে নানা প্রকার সমাধান করে থাকি তখন বাড়িতে কোনো পুরুষ না থাকায় মহিলাদের বিভিন্ন ——-প্রলোভন যেমন তোমাদের সংসারে অভাব অনোটন দুর হবে উন্নতি হবে এসব প্রলোভন দেখিয়ে ও তাদের কথা প্রকাশ করলে। তোমার স্বামী অথবা ছেলে মারা যাবে ভয় দেখিয়ে নগদ অর্থ ও স্বর্নালংকার আনমানিক মূল্য সর্বমোট এক লক্ষ্য দশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়।তাদের সন্ধান এখন ও পাওয়া যায়নি।যদি এই ধরণের কোনো লোক কারো বাড়িতে যায়।তাদেরকে ধরিয়ে দিন।
Leave a Reply