লক্ষীপুর জেলায় চন্দ্রগঞ্জ থানার ১৩নং দিঘলী ইউনিয়নের পুর্ব জামিরতলী গ্রামের একটি খামারে পূর্ব শত্রুতার জের দরে খাবারে বিষ প্রয়োগ করে।এতে করে ৫০০শতের উপরে হাঁস মেরে ফেলা হয়। এ ঘটনায় থানায় ক্ষতিগ্রস্ত খামার মালিক কাজী টিপু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়,তিনি অনেকের কাছে থেকে ধার দেনা করে ও ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার গড়ে তুলেছিলেন।
প্রতি দিনের মতো ০৮/১১/২০২০ইং রোজ রবিবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে তিনি বাড়ি থেকে অন্য কাজের জন্য বের হয়ে যান। দুপুরে খামারে গিয়ে হাঁসগুলো ঝিমুতে দেখেন তিনি।এই অবস্থা দেখে তিনি চিকিৎসক ডাকেন কিন্তু চিকিৎসক আসার আগেই অল্প সময়ের ব্যবধানে তার চোখের সামনে খামারের ডিমপাড়া ৫৫০টি হাঁস মারা যায়। পূর্ব শত্রুতার জের ধরে খাবারের সাথে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা খামারের বিষ প্রয়োগ করে হাঁসগুলো হত্যা করেছে বলে অভিযোগ তার। স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
Leave a Reply