রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে পূর্বাচল জি,কে একাডেমীর উদ্যোগে বিনামূল্যে মাসব্যাপী ইসলামিক বই বিতরণ করা হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্বাচল জি কে একাডেমির এই মহৎ উদ্যোগ। পথচারী ও সাধারন মানুষদের পূর্বাচল জিকে একাডেমি বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছে। বই বিতরণ করছেন।
পূর্বাচল জিকে একাডেমি সভাপতি ও কালনী হির্নাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান, প্রতিদিন বিকেল চারটার পর থেকে বই বিতরণ শুরু হয়। বইগুলো হচ্ছেঃ নবী-রাসূলের র জীবন কাহিনী, ইসলামিক গজল, নামাজ শিক্ষা ইত্যাদি তাছাড়া পুর্বাচল জিকে একাডেমি করোনা ভাইরাস সংক্রমণ রোধ মোকাবেলায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পূর্বাচল জিকে একাডেমি সভাপতি আখতারুজ্জামান বলেন, আমরা সাধারণ মানুষও পথচারীকে বিনামূল্যে ইসলামিক বই বিতরণ করে যাচ্ছি। চলবে মাসব্যাপী ইসলামিক বই বিতরণ। পূর্বাচল জিকে একাডেমি সভাপতি আক্তারুজ্জামান আরও বলেন, আমরা মনে করি আমাদের কাছ থেকে নেওয়া ইসলামিক বই পড়ে মানুষ ইসলাম সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। এবং সহীহ শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবে। নবী রাসুলের জীবন সম্পর্কে জানতে পারবে,। তাদের ইসলামিক ভাবে ধারণা আসবে
Leave a Reply