রাত পোহালেই পূর্ব আকাশে উদিত হবে লাল টুকটুকে সূর্য। যদিও সূর্যটি প্রতিদিনের মতই। কিন্তু তার মহত্য একটু ভিন্নতর তা বলা বাহুল্য। মহান সৃষ্টি কর্তার রহমতে সমাপ্তি ঘটলো ২০১৯ সনের। ঐ মহান রাব্বুল আলামীন এর রহমতে যেন সুন্দরভাবেই কাটে আগামীর ২০২০ খ্রি:।
মাতৃজগত টিভির মার্কেটিং বিভাগের পরিচালক ও বহুল জনপ্রিয় ঐহিত্যবাহী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার ও কক্সবাজার জেলার সর্ব বৃহত পালং কম্পিউটার ট্রেনিং সেন্টারের সম্মানিত চেয়ারম্যান দেশের সকল মানুষের ২০২০ সালটি যেনো ভালই কাটে তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এছাড়াও মাতৃজগত টিভি ও মাতৃজগত পত্রিকার সারা দেশের পাঠক, দর্শক ও শুভাখাঙ্খীদের নিকট মাতৃজগত টিভির ও মাতৃজগত পত্রিকার জন্য দোয়া কামনা করেন।
কক্সবাজার জেলার সর্ববৃহৎ পালং কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার কোর্সে ভর্তিরত সকল শিক্ষার্থীদের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
পাশাপাশি তিনি সারা বাংলাদেশের সাংবাদিক মহলের প্রতি সবিনয় অনুরোধ জানান যে, জাতীর বিবেক হিসেবে সারা বছর সকল সাংবাদিকরা সৎ-জ্ঞানে সত্যের সাথে সঠিক তথ্য যাতে মানুষের কাছে তুলে ধরেন।
জাতীকে আরো আধুনিক গড়ে তুলতে সকলে যাতে কম্পিউটার শিক্ষা গ্রহণ করে সেই বিষয়টা সকলের নজরে দেই।
Leave a Reply