সদ্য আত্ম-প্রকাশিত কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বৃহত্তর হলদিয়া পালং ইউনিয়নের তরুণ যুবকদের নিয়ে গঠিত সামাজিক যুব সংগঠন “পালং ইয়ুথ ফোরাম”র পক্ষ থেকে ২য় তম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মুসলিম উদ্দির, সম্পাদক মোঃ ওমর ফারুখ, হলদিয়া পালং ইউপির এমইউপি এম.মনজুর আলম, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, ফারুক, মনজুর, মাশরাফি, হাকিম, মিজবা, আলা উদ্দিন ও উপদেষ্টা কমিটির বিভিন্ন সদস্যসহ সাধারণ সদস্যরা।
প্রকৃতির বন্ধু গাছ। গাছের অক্সিজেনের সাহায্যেই মানুষের জীবন। কাজেই গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানটি কে প্রাধান্য দিয়ে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে উক্ত সংগঠনের পক্ষ থেকে ২য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় শতাধিক রোপন করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন সড়কের ধারে এই কর্মসূচী পালন করা হয়।
পাশাপাশি করোনা ভাইরাস এর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আত্ম সচেতনতা খুবই জরুরী। তারই ধারাবাহিকতায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অত্র সংগঠনের সদস্য সহ সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণও করা হয়।
Leave a Reply