ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন।
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছে। পরে অভিযান চালিয়ে তুষার বিশ্বাস (২১) ও আলামিন প্রাং (২০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) হাদিউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার তুষার উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের হাকিম উদ্দিন বিশ্বাসের ছেলে ও আলামিন একই গ্রামের আব্দুস ছাত্তার প্রাং এর ছেলে।
সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, রোববার সকাল ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে তুষার ও আলামিন। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
Leave a Reply