রাসেল ঈশ্বরদী বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী এয়ারপোর্ট রোডে গোকুলনগর নামক স্থানে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী ওসি শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের এসআই নাসির, এএস আই ওয়াসিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাটোরের লালপুর উপজেলার মধুবাড়ী গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৩) এবং চন্ডিগাছা গ্রামের মৃত শফি মোল্লার ছেলে জাহেদ আলী (৪১) কে গ্রেফতার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, এটা আমার ঈশ্বরদীবাসীকে দেয়া অঙ্গিকারের অংশ মাত্র। আমি অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো ঈশ্বরদী থেকে মাদক নির্মূল করার। এজন্য তিনি ঈশ্বরদী বাসীর সহযোগিতা কামনা করে বলেন, কোন মাদক ব্যবসায়ী রেহাই পাবেনা। হয় মাদক ছাড়তে হবে না হয় ঈশ্বরদী ছাড়তে হবে।
ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে, তাদের কে পাবনা আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply