বাকেরগঞ্জের শহর-বন্দর, গ্রাম-গঞ্জের সর্বত্র চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী উৎসবের আমেজ। চায়ের কাপে চুমুকের সাথে তুমুল চলছে নির্বাচনী আলোচনা। আইনি জটিলতার কারণে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১টি ইউনিয়নে। ওই ১১ ইউনিয়নের মানুষের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে- ‘পাওয়া, না পাওয়ার হিসাব-নিকাশ। অতীত হাতরে কর্মবিচারের মাধ্যমে পছন্দের প্রার্থী যাচাই করছেন ভোটাররা। জনতার যাচাই-বাচাই প্রক্রিয়ায় নির্বাচনী বৈতরণী পার হতে উপজেলার ১৪টি ইউনিয়নের কমপক্ষে দুটিতে বর্তমান চেয়ারম্যানদের তুঙ্গে থাকা বৃহস্পতি বদলে গিয়ে শনিতে পরিণত হতে পারে। সূূত্রের দাবী অনুযায়ি, এক্ষেত্রে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষাপট বিপরীতমুখী রয়ে গেছে। সুখ, দুঃখে যাকে সবসময় পেয়েছেন, এবারও তাকেই চেয়ারম্যান চান স্থানীয় প্রায় সকল মানুষ। এক্ষেত্রে সকল চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ শেষে যাকে প্রায় সবাই চায়, সেই মানুষটি হচ্ছেন- আওয়ামী লীগদলীয় নৌকা মার্কার প্রার্থী ‘জাহিদুল হাসান বাবু’। দক্ষিণাঞ্চলবাসীর অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ’র নির্দেশনা এবং মুজিবীয় আদর্শকে পাথেয় করে পথচলা বাবা প্রয়াত আবুল বাশার হারুন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজীবন মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ঝাপিয়ে পড়েছেন। জীবনের শেষমুহূর্ত পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন নিরলসচিত্তে। সাবলীল জীবন-যাপনে অভ্যাস্ত অসাম্প্রদায়িক চেতনার মুজিবীয় আদর্শের লড়াকু এই ব্যক্তি পাদ্রীশিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের গোড়াপত্তন করেন। সকল শ্রেণি-পেশার মানুষের প্রিয় ব্যক্তিত্ব বাবা আবুল বাশার হারুন এর মহাপ্রয়ানের পর উপনির্বাচনে পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জাহিদুল হাসান বাবু। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পাল্টে যেতে শুরু করে এই ইউনিয়নের মানুষের জীবন-যাপন ও উন্নয়নের সমীকরণ। পিতার আদর্শে উজ্জীবিত হয়ে অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ’র নির্দেশনা এবং মুজিবীয় আদর্শকে পাথেয় করে ঝাপিয়ে পড়েন মানুষের ভাগ্যউন্নয়নের সংগ্রামে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- স্বচ্ছতা, জবাবদিহিতা, জনস্বার্থ রক্ষা, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, কার্লভাট-ব্রীজ, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ অসংখ্য প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন, শিশুঅধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টি, মানুষে মানুষে বিবেদ নিরোধের লক্ষ্যে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী মামলা-মোকদ্দমা সালিস-মীমাংসার মাধ্যমে বিবাদ নিস্পত্তি ইত্যাদি অসংখ্য জনমুখী উদ্যোগ বাস্তবায়নসহ অভূতপূর্ব সার্বিক উন্নয়নের অনন্য উদাহরণ সৃষ্টিতে এগিয়ে রয়েছে ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়ন। উপজেলার মোট ১৪টি ইউনিয়নের মধ্যে এই ইউনিয়নে সবচেয়ে বেশী উন্নয়ন হওয়ার অন্যতম কারণ চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুর নির্লোভচিত্তের নিরলস প্রচেষ্টা। এছাড়া ছোটদের স্নেহ, বড়দের সম্মান, বিরোধ মীমাংসায় নিরপেক্ষতা, যুব ও নারীদের আত্মউন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা, স্বল্প আয়ের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্প গ্রহনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি, বয়স্কভাতা, বিধবাভাতা, খাদ্যবান্ধব কর্মসূচি, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড দুর্নীতিমুক্তভাবে সফলতার সাথে সম্পন্ন করায় সাধারণ মানুষের অভাব-অনটন কমেছে বহুগুণে। এধরণের অসংখ্য জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে মুগ্ধ করা সততায় বিমোহিত হয়ে জাহিদুল হাসান বাবুর প্রতি সাধারণ মানুষের মধ্যে আস্থা বেড়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশী। অধিকাংশ সূত্রের দাবী, স্বচ্ছ ও সততার নিরিখে জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন করতে বাকেরগঞ্জ উপজেলার সর্বকনিষ্ট ইউপিচেয়ারম্যান জাহিদুল হাসান বাবুর ঘামঝরানো শ্রমের ফসল হচ্ছে- অবাক করা কম সময়ের মধ্যে সাধারণ মানুষের নিকট থেকে তুলনাহীন ভালোবাসা প্রাপ্তি ও অনুমানের চেয়ে অনেক বেশী জনপ্রিয়তা অর্জন। একটি বেসরকারি সংস্থার ওয়ার্ডভিত্তিক জরিপের ফলাফল নিরীক্ষা করে এবং স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে রেকর্ডগড়ার মতো জনপ্রিয়তার চিত্র বেরিয়ে আসছে। সবমিলে, আবুল বাশার হারুন এর প্রয়ানের পর অভাব-অনটন এবং সুখ-দুঃখে যাকে সবসময় পেয়েছেন, এবারও পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকেই চান স্থানীয়রা। সকল ষড়যন্ত্র তুচ্ছজ্ঞান করে চাওয়া-পাওয়ার সেই মানুষটি হচ্ছেন- ‘জাহিদুল হাসান বাবু’। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- বর্তমান চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। উল্লেখিত জরিপগুলোর কয়েকটির মন্তব্য কলাম থেকে প্রাপ্ত তথ্যে এ আভাস পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি, দলীয়ভাবে পরিচালিত মাঠ পর্যায়ের জরিপ এবং প্রায় সকল শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনায় প্রাপ্ত তথ্যের ফলাফলেও এগিয়ে আওয়ামী লীগদলীয় চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হাসান বাবু। পাদ্রীশিবপুর ইউনিয়ন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের শীর্ষসারির নেতা থেকে শুরু করে সাধারণ কর্মি-সমর্থকরাও কোমড়বেঁধে মাঠে নেমে পড়ছেন। দুর্বার আনন্দউদ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছেন আওয়ামী লীগদলীয় সকলস্তরের নেতাকর্মি ও সমর্থকরা। সাধারণ লোকজনও বিভিন্ন ধরণের ভালো কাজ এবং গুণের কথা উল্লেখ করে জাহিদুল হাসান বাবুর প্রতি আস্থা, সমর্থন ও ভালোবাসার জানান দিচ্ছেন। ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী, অবকাঠামো ও জনকল্যাণমুখী ব্যাপক উন্নয়ন, ব্যক্তিগত, পারিবারিক, আর্থসামাজিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে আত্মউন্নয়ন কার্যক্রম এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা অগ্রভাগের সেবা প্রদানসহ সার্বিক বিশ্লেষণে পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের নিশানা আওয়ামী লীগদলীয় প্রার্থী জাহিদুল হাসান বাবুর দিকেই তাক করা। প্রায় সবকিছুর চুলছেঁড়া বিশ্লেষণ করে দেখা গেছে- ‘ব্যক্তিগত জনপ্রিয়তায় বাঁধভাঙা জোয়ার, নি
Leave a Reply